বৃষ্টি ও মেঘমালা – হুমায়ূন আহমেদ

বৃষ্টি ও মেঘমালা – হুমায়ূন আহমেদ

বৃষ্টি ও মেঘমালা pdf বাংলা বই। বৃষ্টি ও মেঘমালা – হুমায়ূন আহমেদ এর লেখা একটি বাংলা জনপ্রিয় বই। আমাদের টিম তার “বৃষ্টি ও মেঘমালা” বইটি সংগ্রহ করেছি এবং আপনাদের জন্য হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর অসাধারণ এই অসাধারণ বইটি শেয়ার করছি  আপনারা খুব সহজের “বৃষ্টি ও মেঘমালা” বইটি ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনেই পড়ে ফেলতে পারবেন যে কোনো মুহূর্তে।আপনার পছন্দের যে কোনো বই খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সাইটে । ১১৮ পাতার বৃষ্টি ও মেঘমালা বাংলা বইটি (Bangla Boi) স্ক্যন কোয়ালিটি অসাধারণ। বইটি প্রথম প্রকাশিত হয় ২০০১ সালে এবং বইটি প্রকাশ করে পার্ল পাবলিকেশন্স।

বইয়ের বিবরণ

  • বইয়ের নামঃ বৃষ্টি ও মেঘমালা
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০০১
  • প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
  • সাইজঃ ১২ এমবি
  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
  • পাতা সংখ্যাঃ ১১৮ টি
  • বইয়ের ধরণঃ উপন্যাস
  • ফরম্যাটঃ পিডিএফ (PDF)

বৃষ্টি ও মেঘমালা বই রিভিউঃ

হুমায়ূন আহমেদ এর বৃষ্টি ও মেঘমালা বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা হুমায়ূন আহমেদ এর বৃষ্টি ও মেঘমালা বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি।

নিচের লিংক থেকে ১২ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় হুমায়ূন আহমেদ এর এই জনপ্রিয় উপন্যাস এর বইটি পড়ে নিতে পারবেন।

ডাউনলোড

হাসান তার সেক্রেটারি লীনাকে নিয়ে এসেছে ইয়াকুব আলী সাহেবের সাথে দেখা করতে। এখানে একটা কাজ ‌পাবার সম্ভাবনা আছে।রাস্তায় গাড়িতে সমস্যা হওয়ার কারণে পৌঁছাতে দেরি হয়ে গেছে। ইয়াকুব আলীর ‌সেক্রেটারী “স্যার ছয়টার ‌পর‌ কারো সাথে ‌দেখা‌ করেন না” এই‌ অজুহাতে ‌তাদের ও দেখা করতে ‌দিতে চান না। কিন্তু বুদ্ধিমান হাসান দেখা ‌করার ব‍্যবস্থা করে ফেলে।

ইয়াকুব আলী ‌অত্যন্ত ধনবান একজন ‌মানুষ। গাজীপুরে তার দুইশ বিঘা‌ জমির উপর ‌একটা‌ পার্ক বানাতে চাই তার একমাত্র নাতনির জন্য। হাসানের কাজ তিনি দেখেছেন।তার ইচ্ছা কাজটা হাসান করুক।কাজ শেষ করতে হবে জুনের ৯ তারিখ।

পার্ক বানানোর ‌বিশাল কর্মযজ্ঞ ‌শুরু হয়েছে। এখানে ‌লীনাও আছে। লীনারা দুই ‌বোন আর‌ মা‌ ,এই‌ তাদের সংসার। মৃত ‌বড় ভাইয়ের বন্ধু ফিরোজের সাথে তার ভালোবাসার সম্পর্ক এবং বিয়েও মোটামুটি পাকা হয়ে আছে। এই ফিরোজ তাদের সবরকম বিপদ আপদ থেকে বুক দিয়ে আগলিয়ে রাখে।

লীনা অত্যন্ত নরম স্বভাবের মেয়ে। খানিকটা তরল স্বভাবের ও। লীনা এক সময় তার বিবাহিত স্যার হাসানের প্রেমে পড়ে যায়। বিষয়টি লীনার মা ,বোন এমনকি ফিরোজ ও বুঝে ফেলে।

অন্য দিকে হাসান কাজে ব্যস্ততার কারণে ‌পরিবারে ঠিক মতো সময় দিতে পারে না। এ নিয়ে তার স্ত্রী ‌নাজমার অভিযোগ ও কম নয়।‌ অভিযোগের ‌মধ্যে এসে যায় লীনার প্রসঙ্গ ও।অতি‌ বাবা ভক্ত অন্তু অসুস্থ ‌অবস্থাও কাছে পাইনা বাবাকে।

লীনার বোন ‌বীনার লেখা চিঠি পড়ে হাসান লীনার‌ সাথে ‌খানিকটা কঠোর ব্যবহার ‌করে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। বাড়িতে ফিরে নিজের বিয়ের তোড়জোড়ে স্যারের উপরের মোহ তার কেটে যায়।

নির্দিষ্ট দিনে কাজ শেষ হয়েছে। ইয়াকুব আলী এবং তার নাতনি খুবই চমৎকৃত। অন্তু মারা গেছে এই খবর হাসান পেয়েছে। মৃত্যুর আগে সে শুধু বাবাকে খুঁজেছে।

এই উপন্যাসের মূল দুই চরিত্র হাসান এবং নীলা। অন্যান্য চরিত্র তাদের আশপাশের ‌চরিত্র। একটা মজার কথা বলি, এই রিভিউ টা লেখার আগে আমি এই‌ ব্ইয়ের‌ উপর লেখা  বেশ কয়টা রিভিউ পড়েছি। সবাইই দেখলাম নীলাকে অপছন্দ করছে।সে তুলনায় হাসান মাফ পেয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে নীলা যা করেছে তা অন্যায় কিন্তু অঘটনের কোনো বিষয় নয়। বরং অবচেতন মনে হলেও হাসান নীলাকে উৎসাহিত করেছে তার দিকে আকৃষ্ট করার জন্য। কারন তার আশপাশে সে মুগ্ধ দৃষ্টি দেখতে পছন্দ করে।অতি সাদামাটা ফিরোজের তুলনায় বর্নময় চরিত্রের হাসান যে সরলা নীলার মনোভূবন ওলটপালট করে দিবে এ আর আশ্চর্য কি।

আচ্ছা হাসান কি তার ব্যক্তিগত জীবনে আর একটু সচেতনতা দেখাতে পারত না। অসুস্থ ছেলেটার মাথায় রাখতে পারত মায়াময় স্পর্শ। এই বিষয় গুলো খুবই খারাপ লেগেছে। যদিও নিজের সম্পর্কে হাসানের মত” যার ভেতর অন্ধকার থাকে সে আলো নিয়ে খেলতে পারে না, আমি সারাজীবন আলো নিয়েই খেলেছি” ।
তবে উপন্যাসটি আমার ভালো  লেগেছে। বেশ ভালো লেগেছে। অন্য রকম স্বাদ!

আশা করছি, হুমায়ূন আহমেদ এর বৃষ্টি ও মেঘমালা বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর বৃষ্টি ও মেঘমালা বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।

Similar titles

এই আমি – হুমায়ূন আহমেদ
দ্য গুড মুসলিম – তাহমিমা আনাম
আকাশ পাতাল – সমরেশ মজুমদার
দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম – প্রবীর ঘোষ
নিশিপদ্ম – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
মহানায়ক – বরেন বসু
জন্মদাগ – সমরেশ মজুমদার
হাজার রহস্যের দ্বীপ ঈষ্টার আয়ল্যাণ্ড – অদ্রীশ বর্ধন
স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প – সমরেশ বসু
স্বপ্ন – আনিসুল হক
দেরি হয়ে গেছে – অনীশ দেব
পঞ্চগ্রাম – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published
Website