সোনালী কাবিন PDF বাংলা বুকস। সোনালী কাবিন – আল মাহমুদ এর লেখা জনপ্রিয় একটি বাংলা কবিতা বই। এই বইয়ের কয়েকটা কবিতা বেশ ভালো আর কয়েকটা লাইন ত জীবণেরই প্রতিফলন বলা যায়। আপনি যদি এখনো সোনালী কাবিন বইটির কবিতাগুলো না পড়ে থাকেন তাহলে এক্ষুনি পড়ে নিতে পারেন। আমরা সোনালী কাবিন বইয়ের একটি পিডিএফ (pdf) ফাইল ইবুক অনলাইনে খুজে পেয়েছি এবং বাংলাদেশের এই অসামান্য কবি মীর আবদুস শুকুর আল মাহমুদ (Al Mahmud) এর এই অসাধারণ বাংলা কবিতা বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। ৫৪ পাতার এই সোনালী কাবিন বাংলা কবিতা বইটি ২০১৪ সালে প্রথম প্রকাশ হয়।
সোনার দিনার নেই, দেনেমাহর চেয়ো না হরিণী
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি,
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি;
দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন
আমার তো নেই সখী, যেই পণ্যে অলংকার কিনি।
বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না;
তুমি যদি খাও তবে আমাকেও দিয়ো সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা।
আমরা আশা করছি, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবির সোনালী কাবিন বইটি পড়ে আপনাদের ভালো লাগবে ।আল মাহমুদ (Al Mahmud) এর এই জনপ্রিয় বাংলা কবিতার বইটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।