বুড় সালিকের ঘাড়ে রোঁ pdf বাংলা বই। বুড় সালিকের ঘাড়ে রোঁ – মাইকেল মধুসূদন দত্ত এর লেখা একটি বাংলা কবিতার বই। তার “বুড় সালিকের ঘাড়ে রোঁ” বইয়ের একটি পিডিএফ (pdf) ফাইল ই বুক (eBook) আমরা অনলাইনে খুজে পেয়েছি এবং মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutta) এর অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যেকোন সময় বইটি আমাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে এবং অনলাইনে পড়তে পারবেন। ১৪ পাতার বুড় সালিকের ঘাড়ে রোঁ বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত কবিতা যা ১৮৬০ সালে জনতা প্রকাশ প্রথম প্রকাশ করে।
মাইকেল মধুসূদন দত্ত এর বুড় সালিকের ঘাড়ে রোঁ বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা মাইকেল মধুসূদন দত্ত এর বুড় সালিকের ঘাড়ে রোঁ বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। মধুসূদন সেই রক্ষণশীল সমাজকেও ছাড় দেননি যারা বাহিরে সাধুর বেশ ধরে থাকেন কিন্তু অন্তরে লুকায়িত থাকে কপটতা,ভন্ডামী। তাদের মুখোশও উন্মোচন করে দিয়েছেন পরবর্তি প্রহসন “বুড় সালিকের ঘাড়ে রোঁ” তে। একদম শেষের কবিতাটিতে সেটাই যেন ফুঁটে উঠেছে-
বাইরে ছিল সাধুর আকার,
মনটা কিন্তু ধর্ম্ম ধোয়া।
পুণ্য খাতায় জমা শূন্য,
ভন্ডামিতে চারটি পোয়া।।
শিক্ষা দিলে কিলের চোটে,
হাড় গুঁড়িয়ে খোয়ের মোয়া।
যেমন কর্ম্ম ফললো ধর্ম্ম,
বুড় সালিকের ঘাড়ে রোঁয়া।
নিচের লিংক থেকে ০.৭২ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় মাইকেল মধুসূদন দত্ত এর এই জনপ্রিয় কবিতার বইটি পড়ে নিতে পারবেন।
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। মধুসূদন দত্ত তাঁর সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্য কর্ম এবং তাঁর জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়ে ছিলেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আশা করছি, মাইকেল মধুসূদন দত্ত এর বুড় সালিকের ঘাড়ে রোঁ বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutta) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর বুড় সালিকের ঘাড়ে রোঁ বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।