ফুড কনফারেন্স pdf বাংলা বই। ফুড কনফারেন্স – আবুল মনসুর আহমেদ এর লেখা একটি বাংলা উপন্যাস বই। তার “ফুড কনফারেন্স” বইয়ের একটি পিডিএফ (pdf) ফাইল ই বুক (eBook) আমরা অনলাইনে খুজে পেয়েছি এবং আবুল মনসুর আহমেদ (Abul Mansur Ahmed) এর অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যেকোন সময় বইটি আমাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে এবং অনলাইনে পড়তে পারবেন। ৬৬৪ পাতার ফুড কনফারেন্স বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত উপন্যাস যা ১৯৪৪ সালে আহমদ পাবলিশিং হাউজ প্রথম প্রকাশ করে।
আবুল মনসুর আহমেদ এর ফুড কনফারেন্স বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা আবুল মনসুর আহমেদ এর ফুড কনফারেন্স বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। ফুড কনফারেন্স একটি অসাধারণ বাংলা স্যানেটার সমগ্র উপন্যাস বই। হাস্যরসাত্মক ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে আবুল মনসুর আহমেদ এই বইয়ে বাঙ্গাল হিন্দু-মুসলমানের জাতীয় চরিত্রের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেছেন। জাতিগতভাবে আমরা কতটা নীচ এবং আমাদের মন-মানসিকতা কতটা হীন, তা ফুটে উঠেছে প্রতিটি গল্পের প্রতিটি লাইনে। আশা করি বইটি পড়ে আপনাদেরও অনেক ভাল লাগবে।
নিচের লিংক থেকে ২.৭ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় আবুল মনসুর আহমেদ এর এই জনপ্রিয় উপন্যাস বইটি পড়ে নিতে পারবেন।
আবুল মনসুর আহমেদ ছিলেন একজন সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা ছিলেন। তিনি ময়মনসিংহে জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে ১৮৯৮ সালের ৩রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। আবুল মনসুর আহমেদ একজন শক্তিমান লেখক এবং ব্যঙ্গাত্মক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা। আয়না ও ফুড কনফারেন্স গল্পগ্রন্থদ্বয়ে তিনি মুসলিম সমাজের গোঁড়ামি, ধর্মান্ধতা, ভণ্ডামিসহ নানা কুসংস্কারের ব্যঙ্গ করেছেন তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে। সাহিত্য চর্চায় অসাধারণ অবদানের জন্য ১৯৭৯ সালে দেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় তাকে। এছাড়াও তিনি বাংলা একাডেমী পুরস্কার ও নাসিরুদ্দীন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। আবুল মনসুর আহমেহ ১৯৭৯ সালের ১৮ মার্চ ঢাকায় মারা যান।
আশা করছি, আবুল মনসুর আহমেদ এর ফুড কনফারেন্স বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। আবুল মনসুর আহমেদ (Abul Mansur Ahmed) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর ফুড কনফারেন্স বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।