নিবেদিতা রিসার্চ ল্যাবরেটারি pdf বাংলা বই। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটারি – শংকর এর লেখা একটি বাংলা উপন্যাস বই। তার “নিবেদিতা রিসার্চ ল্যাবরেটারি” বইয়ের একটি পিডিএফ (pdf) ফাইল ই বুক (eBook) আমরা অনলাইনে খুজে পেয়েছি এবং শংকর এর অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যেকোন সময় বইটি আমাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে এবং অনলাইনে পড়তে পারবেন।
এক লাইনে এই বইটি হল, একজন মানুষের স্বপ্ন পূরণের গল্প। জীমূতবাহন সেন একজন বাঙালি বিজ্ঞানী। রাসায়নিক কীটনাশক নিয়ে প্রাথমিক গবেষণা শুরু করলেও কালক্রমে তিনি উৎসাহী হয়ে উঠেন প্রাকৃতিক কীটনাশকের প্রতি। মানে এক প্রজাতির কীট দিয়ে আরেক প্রজাতিকে ধ্বংস করা। আর এই নেশায় মেতে উঠে জীমূতবাহন ভুলে গেলেন দিগ্বিদিক। টাকা সরবরাহ করা ছাড়াও সংসারের প্রতি যে তার অন্যান্য দায়িত্ব আছে, সেটা হয়ে গেলেন বিস্মৃত। পত্নী ঈশিতা চান জীমূতবাহনের সাথে স্বাভাবিক একটা সংসার পাততে। তিনি চান, আর দশটা মানুষের মতোই ডঃ সেন হবেন স্নেহময় পিতা, দায়িত্বশীল হাজব্যান্ড। তিনি সময় কাটাবেন সন্তান আর বৌয়ের সাথে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি খেয়াল রাখবেন, বড় চাকরি করে লাখ লাখ টাকা কামাই করবেন, বাড়ি গাড়ি করবেন। কিন্তু জীমূতবাহনের সেদিকে আকর্ষণ নেই। তিনি ব্যস্ত তার স্বপ্নপূরণ নিয়ে। ঠাণ্ডা মাথায় তাকে চালিয়ে যেতে হবে গবেষণা, বের করতে হবে প্রাকৃতিক কীটনাশক! এই গবেষণা কবে শেষ হবে, কবে তিনি পাবেন কাঙ্ক্ষিত ফল, সেটা মোটেও নিশ্চিত কিছু নয়। তাই ঈশিতাও মেনে নিতে পারেন না অনিশ্চিত স্বপ্নের পেছনে জীমূতের ছোটাছুটি।
শংকর একজন ভারতীয় বাঙালি লেখক। তার আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। শংকর ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন। শংকরের তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। অল্প বয়সে কত অজানারে বইটি লিখে জনপ্রিয়তা লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।