টুকুনজিল pdf বাংলা বই। টুকুনজিল – মুহম্মদ জাফর ইকবাল এর লেখা একটি বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনী এর বই। তার “টুকুনজিল” বইয়ের একটি পিডিএফ (pdf) ফাইল ই বুক (eBook) আমরা অনলাইনে খুজে পেয়েছি এবং মুহম্মদ জাফর ইকবাল (Muhammed Zafar Iqbal) এর অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যেকোন সময় বইটি আমাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে এবং অনলাইনে পড়তে পারবেন। ৯৫ পাতার টুকুনজিল বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত গল্প যা ২০০৪ সালে পার্ল পাবলিশার্স প্রথম প্রকাশ করে।
মুহম্মদ জাফর ইকবাল এর টুকুনজিল বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা মুহম্মদ জাফর ইকবালের টুকুনজিল বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। মুহম্মদ জাফর ইকবালের অন্যান্য গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, কবিতার বই সমূহ পড়তে আমাদের সাইটে চোখ রখুন। নিচের লিংক থেকে ০৯ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় মুহম্মদ জাফর ইকবাল এর এই জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী এর বইটি পড়ে নিতে পারবেন।
টুকুনজিল’ মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি শিশুতোষ সায়েন্স ফিকশন উপন্যাস। মূলত শিশুদের জন্যে লেখা হলেও এই বইটি পড়ে সব বয়সী পাঠকই আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস। ‘টুকুনজিল’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিলু। বিলু গ্রামে তার মা-বাবার সাথে থাকে। তাদের খুব অভাবের সংসার। এছাড়া আবার বিলুর বাবার একটি সমস্যা আছে। তিনি গাছের সাথে, মাছের সাথে কথা বলেন। তাই সবাই বিলুর বাবাকে পাগল বলে। এই নিয়ে বিলুর মনে খুব কষ্ট। বিলু অত্যন্ত মেধাবী ছাত্র। এর মাঝে একদিন বিলুর শহরে থাকা ছোট খালা তাদের বাড়িতে বেড়াতে এসে পড়ালেখার জন্যে বিলুকে সাথে করে নিয়ে যায়। সেই থেকে শুরু হয় বিলুর শহরের জীবন। সেখানে বিলুর মানিয়ে নিতে খুব সমস্যা হয়। বিলুর খালাতো ভাই বল্টু বিলুকে একদম পছন্দ করে না। তাছাড়া স্কুলেও বিলুর সাথে কিছু ছেলের গণ্ডগোল হয়। এই রকম অবস্থায় হঠাৎ করে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়। বিলুর খালুর ছোট ভাই আমেরিকা থেকে তার খালাতো ভাই-বোনের জন্যে খেলনা নিয়ে আসে। কিন্তু সে বাড়িতে যে বিলু আছে তা তিনি জানতেন না। তাই বিলুকে দেখে তিনি ব্যাগ থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে দেন। তারপর বিলু সারাদিন সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বিভিন্ন জিনিষ দেখতে থাকে। এভাবে দেখতে দেখতে সে একদিন তার খালার বাসার ছাদে এক আজব পোকার সন্ধান পায়। সে পোকা আবার কথা বলতে পারে এবং সে বিলুকে জানায় সে এন্ড্রোমিকা নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে এবং তার খুব বিপদ। তার এখন প্লাটিনাম বা স্বর্ণের দরকার। সে বিলুর কাছে স্বর্ণ চায়। বিলু প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলো না। কিন্তু পরে বুঝতে পারে যে ঘটনা সত্য। বিলু সেই পোকাটির নাম দেয় টুকুনজিল। সে টুকুনজিলের জন্যে স্বর্ণ জোগাড় করে। কিন্তু তখন আসল সমস্যা শুরু হয়। টুকুনজিলকে ধরার জন্যে বিদেশ থেকে একদল নিষ্ঠুর বিজ্ঞানী আসে। তারা টুকুনজিলকে দিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করবে। কিন্তু টুকুনজিল সেটা চায় না। সে এন্ড্রোমিকায় ফিরে যেতে চায়। এ জন্যে সে বিলুর কাছে সাহায্য চায়। বিলু কী পারবে, একা টুকুনজিলকে সেই অসম্ভব শক্তিশালী, নিষ্ঠুর বিজ্ঞানীদের হাত থেকে বাঁচাতে? এই প্রশ্নের উত্তর জানতে পাঠককে ‘টুকুনজিল’ উপন্যাসটি পড়তে হবে। আমার কাছে এই সায়েন্স ফিকশন উপন্যাসের যে দিকটি সবচেয়ে ভালো লেগেছে তা হল, লেখক উপন্যাসের চরিত্রগুলোকে পাঠকের খুব কাছাকাছি আনতে সক্ষম হয়েছেন। সে কারণে, এই উপন্যাসে যখন টুকুনজিলের বিপদ হয় তখন পাঠক এমন চিন্তিত হয়ে পড়বেন যেন বিপদটা তার নিজেরই। আর উপন্যাসের শেষে সংবেদনশীল পাঠকের চোখ ভিজে উঠতে বাধ্য। এটা আসলে একটা সায়েন্স ফিকশন উপন্যাস থেকে বাড়তি পাওয়া। এই অসাধারণ উপন্যাসটি সবারই ভালো লাগবে আশা করি।
আশা করছি, মুহম্মদ জাফর ইকবাল এর টুকুনজিল বইটি পড়ে আপনাদের ভালো লাগবে । মুহম্মদ জাফর ইকবাল (Muhammed Zafar Iqbal) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর টুকুনজিল বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।