আত্মকথা pdf বাংলা বই। আত্মকথা – প্রমথ চৌধুরী এর লেখা একটি বাংলা আত্মজীবনী বই। তার “আত্মকথা” বইয়ের একটি পিডিএফ (pdf) ফাইল ই বুক (eBook) আমরা অনলাইনে খুজে পেয়েছি এবং প্রমথ চৌধুরী (Pramatha Chowdhury) এর অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যেকোন সময় বইটি আমাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে এবং অনলাইনে পড়তে পারবেন। ১০৮ পাতার আত্মকথা বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত আত্মজীবনী যা ১৯৪৬ সালে মনফকিরা প্রথম প্রকাশ করে।
প্রমথ চৌধুরী এর আত্মকথা বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা প্রমথ চৌধুরী এর আত্মকথা বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। প্রমথ চৌধুরীর অসাধারণ একটি বাংলা আত্মজীবনী রচনা।
নিচের লিংক থেকে ০৫ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় প্রমথ চৌধুরী এর এই জনপ্রিয় আত্মজীবনী বইটি পড়ে নিতে পারবেন।
প্রমথ চৌধুরী ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন এবং তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক। প্রমথ চৌধুরী তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে ৭ই আগস্ট ১৮৬৮ সালে জন্মগ্রহণ করনে। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তাঁর সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। প্রমথ চৌধুরী সেপ্টেম্বর ২, ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন।
আশা করছি, প্রমথ চৌধুরী এর আত্মকথা বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। প্রমথ চৌধুরী (Pramatha Chowdhury) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর আত্মকথা বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।
বইটা ডাইনলোড হয় না কেন এরম কম আরো অনেক বই আছে ডাউনলোড হয় না
এখন চেষ্টা করতে পারেন। ধন্যবাদ