অরণ্য pdf বাংলা বই। অরণ্য – হুমায়ূন আহমেদ এর লেখা একটি বাংলা জনপ্রিয় বই। আমাদের টিম তার “অরণ্য” বইটি সংগ্রহ করেছি এবং আপনাদের জন্য হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর অসাধারণ এই অসাধারণ বইটি শেয়ার করছি  আপনারা খুব সহজের “অরণ্য” বইটি ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনেই পড়ে ফেলতে পারবেন যে কোনো মুহূর্তে।আপনার পছন্দের যে কোনো বই খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সাইটে । ৭২ পাতার অরণ্য বাংলা বইটি (Bangla Boi) স্ক্যন কোয়ালিটি অসাধারণ। বইটি প্রথম প্রকাশিত হয় ২০০০ সালে এবং বইটি প্রকাশ করে নওরোজ সাহিত্য সম্ভার

বইয়ের বিবরণ

  • বইয়ের নামঃ অরণ্য
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • প্রকাশিতঃ নভেম্বর ২০০০
  • প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
  • সাইজঃ ১২ এমবি
  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
  • পাতা সংখ্যাঃ ৭২ টি
  • বইয়ের ধরণঃ উপন্যাস
  • ফরম্যাটঃ পিডিএফ (PDF)

অরণ্য বই রিভিউঃ

হুমায়ূন আহমেদ এর অরণ্য বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা হুমায়ূন আহমেদ এর অরণ্য বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি।

সোবাহান তার ঘরের বারান্দায় উঠে এলো নিঃশব্দে। চারদিকে অন্ধকার। রাত কত হয়েছে ? সবাই কি ঘুমিয়ে পড়েছে ? সো্বাহান মৃদু স্বরে ডাকল, যূথি!যূথি!
কেউ সাড়া দিল না সোবাহান গলা উঁচিয়ে দ্বিতীয়বার ডাকল, যূথি!যুথি!
মনসুর সাহেব বেরিয়ে এলেন। জলিল সাহেব এলেন। যূথিও এলো। তার হাতে একটা হারিকেন। সে তাকাল অবাক হয়ে। সোবাহান ভাঙা গলায় বলল, যুথি, আমার আজ বড় কষ্ট।
যূথি কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর এগিয়ে এসে তার দুর্বল রোগা হাতটি রাখল সোবাহানের গায়ে। বাতাসের ঝাপটায় তার অন্য হাতের হারিকেনটি দুলছে। চমৎকার সব নকশা তৈরি হচ্ছে দেয়ালে।
যূথি নরম স্বরে বলল, কাঁদবেন না। সব ঠিক হয়ে যাবে।
কিছুই ঠিক হয় না। তবু মমতাময়ী নারীরা আশ্বাসের কথা বলে। আশ্বাসের কথা বলতে তারা বড় ভালোবাসে।

নিচের লিংক থেকে ১২ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় হুমায়ূন আহমেদ এর এই জনপ্রিয় উপন্যাস এর বইটি পড়ে নিতে পারবেন।

ডাউনলোড

আমি মাত্রই ২০১৩ তে পড়লাম বইটা। অনেকবছর বইটা আউট অফ প্রিন্ট ছিল, সম্প্রতি অন্যপ্রকাশ পুরনো এই বইটা রিপ্রিন্ট করাতে কিনে ফেললাম। পড়ে আমার আসলেই খুব ভাল লেগেছিল, ছোট একটা উপন্যাস, তেমন বড় কোন কাহিনী নেই, কিন্তু প্রতিটা চরিত্র আর ঘটনাপঞ্জি খুব বাস্তব সম্মত ও রক্তমাংসের মনে হয়েছে… এবং সবচেয়ে যেটা ভাল লাগল, বইটাতে অনর্থক কোন ইয়ার্কি ফাজলামি নেই, খুব সিরিয়াস কাহিনী ও উপস্থাপন। হয়তো বইটা হুমায়ুন আহমেদের আগের লেখা উপন্যাস বলেই এই টোনটা বজায় থেকেছে, আমি শিওর পোস্ট-২০০০ এর কোন উপন্যাস হলে অবধারিত ভাবে কিছু আউট-অফ-প্লেস জোকস চলে আসত! সেটা ক্ষেত্রবিশেষে আমি অনেক এনজয় করি, কিন্তু এক্ষেত্রে একেবারেই মানানসই হত না। আমাদের আর দশ জনের মতই জীবন-যুদ্ধে হেরে যাওয়া ক্লান্ত পরিশ্রান্ত সাধারণ দুজন মানুষ শেষে একজন আরেকজনের উপর নির্ভর করে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়ার চেষ্টা সমাপ্তিটা আমাকে স্পর্শ করেছিল। 

আশা করছি, হুমায়ূন আহমেদ এর অরণ্য বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর অরণ্য বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।

Similar titles

চক্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাজঘর – হুমায়ূন আহমেদ
দেশান্তরের স্বজন – আলোলিকা মুখোপাধ্যায়
মোহনা – হরিশংকর জলদাস
সায়েন্স ফিকশন সমগ্র ০২ – মুহম্মদ জাফর ইকবাল
সংশোধন বা কাটাকুটি – জয় গোস্বামী
ঠাকুরমার ঠিকুজি – লীলা মজুমদার
ঘাতক – রূপক সাহা
বিজড়িত – সমরেশ বসু
জীবন বড় বেগবান – প্রফুল্ল রায়
পাষাণপুরী – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ক্রোমিয়াম অরণ্য – মুহম্মদ জাফর ইকবাল

(2) comments

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published
Website