অমানুষ – হুমায়ূন আহমেদ

অমানুষ – হুমায়ূন আহমেদ

অমানুষ pdf বাংলা বই। অমানুষ – হুমায়ূন আহমেদ এর লেখা একটি বাংলা জনপ্রিয় বই। আমাদের টিম তার “অমানুষ” বইটি সংগ্রহ করেছে এবং আপনাদের জন্য হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর এই অসাধারণ বইটি শেয়ার করা হয়েছে ।  আপনারা খুব সহজের “অমানুষ” বইটি পড়ে ফেলতে পারবেন যে কোনো মুহূর্তে।আপনার পছন্দের যে কোনো বই খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সাইটে । ১০৪ পাতার অমানুষ বইটি ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইবাংলা বইটি (Bangla Boi) স্ক্যন কোয়ালিটি অসাধারণ। বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৪ সালে এবং বইটি প্রকাশ করে দিব্যপ্রকাশ ।

বইয়ের বিবরণ

  • বইয়ের নামঃ অমানুষ
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • প্রকাশিতঃ মে ২০০৪ 
  • প্রকাশকঃ দিব্যপ্রকাশ 
  • সাইজঃ ১০ এমবি
  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
  • পাতা সংখ্যাঃ ১০৪ টি
  • বইয়ের ধরণঃ উপন্যাস
  • ফরম্যাটঃ পিডিএফ (PDF)

অমানুষ বই রিভিউঃ

হুমায়ূন আহমেদ এর অমানুষ বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা হুমায়ূন আহমেদ এর অমানুষ বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি।

কাজী আনোয়ার হোসেন সম্পাদিত রহস্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পের কাঠামো এ. জে. কুইন্যালের ম্যান অন ফায়ার থেকে নেয়া। কাঠামোগত সামান্য মিল ছাড়া ম্যান অন ফায়ারের সাথে এ বইয়ের কোন সম্পর্ক নেই।
– হুমায়ূন আহমেদ

নিচের লিংক থেকে ১০ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় হুমায়ূন আহমেদ এর এই জনপ্রিয় উপন্যাস এর বইটি পড়ে নিতে পারবেন।

ডাউনলোড  /  অনলাইনে পড়ুন

অমানুষ গল্পের কাঠামো এ,কে,কুইন্যালের ‘ম্যান অন ফায়ার’ থেকে নেয়া।কাঠামোগত সামান্য মিল ছাড়া ম্যান অন ফায়ারের সঙ্গে এ বইয়ের কোনো সম্পর্ক নেই।।

আমি আনাড়ি রিভিউ রাইটার।তারপরও লিখতে বসেছি থ্রিলার উপন্যাসের রিভিউ।মাথায় শুধু একটাই চিন্তা কোনো ভাবেই যেন টুইস্ট প্রকাশ না পায়।

অনেক জটিল কথাও খুব সাবলীল ভাবে প্রকাশ করতে পারে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ।এই সত্য কারও অজানা নয়।
তবে পাঠকরা যারা তাকে সাদামাটা প্রেমের ঔপন্যাসিক হিসেবে চেনেন,তারা এই বইটি পড়লে হয়তো,ঐ ধারণা থেকে কিছুটা দুরে সরে আসবেন।অন্যসব উপন্যাসে তিনি যেমন নায়িকার প্রতি গভীর ভালোবাসা ঢেলে দেন।এখানে তার বদলে এক কিশোরীর প্রতি তার দেহরক্ষীর অগাধ মমতা দেখিয়েছেন। যা বড়ই বিস্ময়কর। কিছুদূর পর পর একটা বাক দিয়ে থ্রিলার উপন্যাসটি এত সুন্দর রূপ দিয়েছে।যা না পড়লে বুঝতে পড়তাম না।

গল্পের প্রধান চরিত্র জামশেদ হোসেন।একসময় মানুষ মারায় তার পারদর্শিতা ছিল অতুলনীয়। বয়সের ভারে তা কিছুটা ক্ষয়ে গেছে।গল্পে তার গাম্ভীর্যতা পড়তে গিয়ে নিজের অজান্তেই পাঠকরাও গম্ভীর হয়ে যাওয়ার কথা।এখন সে অ্যানি নামের এক মেয়ের বডিগার্ডের দ্বায়িত্ব পালন করছে।

অ্যানি বারো বছরের কিশোরী। সে তার মায়ের মতোই রূপসী। এতরা চাচা তার চোখে ঘৃণিত ব্যাক্তি।
গল্পে এতরাকে চৌকশ খলনায়ক হিসেবে পাবে পাঠকরা।

অ্যানির বাবা ভিকি। বর্তমানে তার তিন পুরুষের সিল্কের ব্যবসা খারাপের দিকে যাওয়ায় সে খুব চিন্তিত। কিন্তু এতবড় সমস্যাতেও স্ত্রী রুনের মধ্যে কোনো পরিবর্তন আসেনা।সে ইচ্ছা মতই খরচ করে যাচ্ছে। রুনের সাথে এতরার মেলামেশা ভিকি সহ্য করতে পারেনা।তবুও মুখে কিছু বলেনা।কারণ সাহায্যের জন্য তাকে এতরার কাছেই যেতে হয়।
এবারেও ভিকি পরামর্শ নিতে এতরার কাছে যায়।সেই সুযোগে এতরা দারুণ চাল চালে।যা ভিকির মতো সাধারণ মানুষের বোঝার ক্ষমতা থাকবেনা, এটাই স্বাভাবিক।

অ্যানিকে কিডন্যাপ এর জন্য সবুজ রঙের একটি ওপেল গাড়ি অপেক্ষা করছে।কিন্তু তাদের সফল হওয়ার সম্ভাবনা কতটুকু।কেননা অ্যানির সাথে অসাধারণ লিজিওনারি হিসেবে পরপর দুবার অর্ডার অব ভেলর পাওয়া বডিগার্ড, জামশেদ।।।
শেষপ্রান্তে পাঠক জামশেদকে দেখতে পারবে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়া একক যোদ্ধা হিসেবে।বুদ্ধির জোরে সফল হতে হতে সেও ধরা পরে ক্যানটারেলার হাতে।
ক্যানটারেলার এখন একমাত্র কাজ তাকে মেরে ফেলা।আবার অন্যদিকে ক্যানটারেলার কাছে পারিবারিক ব্যাপারে ঘৃণিত লোক বস ভিকানডিয়া কে মারতে একমাত্র এই ছেলেই পারবে।তাহলে ক্যানটারেলা এখন কি করবে।।
জামশেদের প্রতিশোধের নেশা, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা,পুলিশের সহযোগীতা,চরিত্রগুলোর এক রূপ থেকে অন্যরূপে চলে আসা, সব মিলিয়ে অসাধারণ একটি উপন্যাস।।

ওয়েস্টার্ন পাঠে অনভ্যস্ত পাঠকরা উপন্যাসের প্রথমের দিকে একটু অস্বস্তিতে পরতে পারেন।কিন্তু শেষ করতে পারলে সব উপন্যাস থেকে আলাদা একধরনের স্বাদ পাবে বলে আশাকরি।।
পছন্দের উক্তিঃসব মানুষই হোচট খেয়ে পরে যায়।কিন্তু খুব কম মানুষই আবার উঠে দৌড়াতে পারে।।

আশা করছি, হুমায়ূন আহমেদ এর অমানুষ বইটি পড়ে আপনাদের ভালো লাগবে। হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর অন্যান্য বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর অমানুষ বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।

Similar titles

এলেবেলে (১ম পর্ব) – হুমায়ূন আহমেদ
নবনী – হুমায়ূন আহমেদ
একজন মায়াবতী – হুমায়ূন আহমেদ
কুহক – হুমায়ূন আহমেদ
সে আসে ধীরে – হুমায়ূন আহমেদ
জলিল সাহেবের পিটিশন – হুমায়ূন আহমেদ
দরজার ওপাশে – হুমায়ূন আহমেদ
শবযাত্রা – হুমায়ূন আহমেদ
নিশীথিনী – হুমায়ূন আহমেদ
যশোহা বৃক্ষের দেশে – হুমায়ূন আহমেদ
সূর্যের দিন – হুমায়ূন আহমেদ
এই মেঘ, রৌদ্রছায়া – হুমায়ূন আহমেদ

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published
Website